AnuTrickz
WBCS Notebook 📋 Daily Mock Test 📚 Study Material 🗞️Current Affairs 🤔 Doubt Clear Support 💥 Exam Notification
Join

Translate

Share





কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Kolkata Police SI Recruitment 2023 Notification

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Kolkata Police SI Recruitment 2023 Notification

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Kolkata Police SI Recruitment 2023 Notification



পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুন্যপদ, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে আলোচনা করা হলো।

রিক্রুটমেন্ট বোর্ডপশ্চিমবঙ্গ পুলিশ
পদের নামসাব ইন্সপেক্টর ও সার্জেন্ট
শুন্যপদ১৬৯টি
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটprb.wb.gov.in
পদের নাম :

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট।

শুন্যপদ :
পদের নামশুন্যপদ
পুরুষ সাব ইন্সপেক্টর১৫৬টি
মহিলা সাব ইন্সপেক্টর৯টি
সার্জেন্ট৪টি
শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে এবং ভালোভাবে বাংলা ভাষা লিখতে ও পড়তে জানতে হবে।

বয়সসীমা :

১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

মাসিক বেতন :

৩২,১০০/- টাকা থেকে ৮২,৯০০/- টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি :

প্রিলিমিনারি পরীক্ষা, শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতা পরীক্ষা, মেন পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট এই চারটি পর্যায়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন মূল্য :
প্রার্থীমূল্য
এসসি প্রার্থী২০/- টাকা
এসটি প্রার্থী২০/- টাকা
অন্যান্য প্রার্থী২৭০/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু২৯শে আগস্ট ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ১৮ই সেপ্টেম্বর ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটভিজিট করুন
 WhatsApp GroupJoin করুন












একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area